
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তার পাশ থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) রাস্তার পাশ থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের।
তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা (নাখাউড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালতা (নাখাউড়া) এলাকায় ফজলু প্রকাশ হজলু মিয়ার বাড়ির বাউন্ডারি ওয়াল সংলগ্ন কাঁচা রাস্তার ওপর থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. গিয়াস উদ্দিন নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]