কালীগঞ্জে
দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য লাঘব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৬:৪২
দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য লাঘব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে দলিত জনগোষ্ঠীর অধিকার ও সমতা সমুন্নতকরণ প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য লাঘব ও অর্থ- সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নাগরিক উদ্যোগ ও সিপিজে'র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় কালীগঞ্জ উপজেলার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থান তুলে ধরা হয়। দলিত জনগোষ্ঠীর সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের বিকল্প পেশায় উদ্বুদ্ধকরণ এবং সরকারী সেবাসমূহে তাদের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক উদ্যোগ ২০২৪ সাল থেকে রংপুর বিভাগের ৮টি জেলার ৮টি উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় 'দলিত জনগোষ্ঠীর অধিকার ও সমতা সমুন্নতকরণ প্রকল্প' শিরোনামে একটি প্রকল্পের কাজ শুরু করে।


প্রকল্পের অধিনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৪ জন দলিত মানবাধিকারকর্মী উপজেলার ৮টি ইউনিয়নের দলিত জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করেন। কালীগঞ্জ উপজেলার কাকিনা, গোড়ল, চন্দ্রপুর, চলবলা, তুষভান্ডার, দলগ্রাম, ভোটমারী এবং মদাতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলিত জনগোষ্ঠীর প্রায় ৬১০ টি পরিবারের প্রায় ৩,০৫০ জন লোক বাস করে। চরম দারিদ্র্যের সাথে সংগ্রামরত এই এলাকা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী জাত-পাত ও পেশাগত পরিচয়ের কারণে প্রতিনিয়ত নানাবিধ সামাজিক বৈষম্যের শিকার হয়।


সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীসহ অনগ্রসর সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। এ দেশ আমাদের সকলের। এ দেশকে ভালবাসতে হবে। বর্তমান সরকার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কোন জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সর্ব প্রথম প্রয়োজন তাদের নিজেদের উদ্যোগ। আমাদের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবার মিলিত অংশগ্রহণ কাম্য এ আশাবাদ ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।


সভায় বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাধারণ সম্পাদক ঘুগলু বাঁশফোরের সভাপতিত্বে ও মানবাধিকার, সম্প্রীতি ও সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ক পরামর্শক ড. মোতাহার আখন্দর সঞ্চালনায়


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক, আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু সহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী বৃন্দ।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com