
নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় মাসুদ আহমেদ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রীজ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত মোটরসাইকেল চালক মাসুদ আহমেদের বাসা ঢাকার লালবাগে। তিনি ওই এলাকার মৃত তৈমদ্দিনের ছেলে।
নিহত মাসুদ কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মডেলের মোটরসাইকেল (রেজি নম্বর ঢাকা মেট্রো হ-১৮-৪৮৮৩)যোগে ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি নাটোরের বড়াইগ্রামে আসছিলেন। পথে গুরুদাসপুর উপজেলার ১০নং ব্রিজের পাশে গরুবাহী একটি ভুটভুটি যাত্রীবাহী বাস ওভারটেক করছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের লাশ আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গরুবাহী ভুটভুটি সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]