চুয়াডাঙ্গা সীমান্তে ২৭ লাখ টাকার রুপা উদ্ধার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯
চুয়াডাঙ্গা সীমান্তে ২৭ লাখ টাকার রুপা উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ভারতে তৈরি ১২ কেজি ২০০ গ্রাম ওজনের রুপার গয়না উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। উদ্ধারকৃত গহনার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৯ হাজার ৪৭০ টাকা।


শুক্রবার (১৮ এপ্রিল) রাতে জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে গয়নাগুলো উদ্ধার করা হয়।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রুপার গহনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে রুপার গহনা পাচারের চেষ্টা করছেন। খবর পেয়ে একটি সশস্ত্র টহল দল সীমান্তের মেইন পিলার ৯৩ এর নিকটবর্তী মুন্সিপুর সরদারপাড়ায় অবস্থান নেয়।


এসময় একজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।


বিজিবির টহল দল ব্যাগটি জব্দ করে তল্লাশির পর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১টি প্যাকেট উদ্ধার করে। সেখানে ১২ কেজি ২০০ গ্রাম ওজনের ভারতে তৈরি রুপার গহনা পাওয়া যায়।


বিজিবি আরও জানায়, এ ঘটনায় সুবেদার আবুল বাশার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জব্দ করা রুপার গয়নাগুলো পরীক্ষা-নিরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com