ব্যবসায়ীকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৯:০২
ব্যবসায়ীকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ব্যবসায়ী সামছুল আলম বিশ্বাসকে পরিকল্পিত মিথ্যা অস্ত্র মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।


মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারের পাংশা-বালিয়াকান্দি সড়কে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।


বিক্ষোভ ও মানববন্ধনে ব্যবসায়ী সামছুল আলম বিশ্বাসের পিতা সাদেক আলী বিশ্বাস, স্ত্রী জোৎস্না বেগম, মা সাহিদা বেগম, জাহাঙ্গীর বিশ্বাস, জান্নাতি বেগম, টিপু সুলতান, আলম শেখ, রানা বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে গত শনিবার ভোর রাতে অস্ত্র ও গ্রেনেড দিয়ে মুদি ব্যবসায়ী সামছুল আলম বিশ্বাসকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধে তার রান্না ঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে প্রশাসনকে খবর দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত সামছুল আলমকে মুক্তি ও সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ৩শতাধিক নারী পুরুষসহ নারুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় শামসুল আলমের স্ত্রী, সন্তান ও মা সড়কে আচঁল পেতে সুষ্টু বিচার ও নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।


উল্লেখ্য, গত শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে পৌনে ১ টার দিকে নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে সামছুল আলম বিশ্বাসকে গ্রেফতার করে সেনাবাহিনী। এসময় তার বাড়ি থেকে ১টি ওয়ান শুটার বন্দুক এবং ৪টি দেশি গ্রেনেড উদ্ধার করা হয়।


মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com