লামার
দুর্গম পাহাড়ি এলাকায় ভিন্ন আয়োজনে নারী দিবস উদযাপিত
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২০:০৪
দুর্গম পাহাড়ি এলাকায় ভিন্ন আয়োজনে নারী দিবস উদযাপিত
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫।


'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যা উন্নয়ন'-এ স্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার (৯ মার্চ) দিনব্যাপী উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি অংশে পাড়ায় দিবসটি উদযাপিত হয়।


ইউকে ইন্টারন্যাশনার ডেভেলপমেন্ট’র অর্থায়নে আইআইইডি কর্তৃক বাস্তবায়িত রেডা-সিএইচটি এসএফএলআর প্রকল্প এর সহযোগী সংস্থা আরণ্যক ফাউন্ডেশন, তহ্ জিংডং ও বিএনকেএস’র সহযোগিতায় দিবসটি উদ্যাপন করা হয়। ওই দিন সকালে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয়। পরে পাড়া কারবারী মংফোচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরণ্যক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মংহ্লাচিং মার্মা।


এতে পাড়া কারবারী মংক্রোনু মারমা বিশেষ অতিথি ছিলেন। আরণ্যক ফাউন্ডেশন, তহ্ জিংডং প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় নারী-পুরুষরা এতে অংশগ্রহণ করেন। প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াইচিং মার্মার সঞ্চালনায় দিবসে স্বামী-স্ত্রী পারস্পারিক গৃহস্থালীর কাজের সহযোগীতা প্রতিযোগিতা ও স্বামী-স্ত্রী পারিবারিক সিদান্ত গ্রহণে প্রতিযোগিতাসহ ভিন্ন ধর্মী আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের পারিবারিক ও সামাজিকসহ সকল ক্ষেত্রের সকল নারীদের অধিকার, নারী-পুরুষের সমমর্যদা ও কন্যা উন্নয়নের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ হন।


এ সময় বক্তারা বলেন, নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com