
ঢাকার ধামরাইয়ে বংশী নদীর উপর নির্মিত ভালুম কালামপুরের সংযোগ (সেতু) বেইলি ব্রিজ ভেঙে ওভারলোড কয়লা বোঝাই ট্রাক ঝুলে রয়েছে। এতে কয়েক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে সকল প্রকার যান চলাচল। ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ।
রবিবার (৯ মার্চ) সকালে ২৭ টন ওজনের কয়লা ভর্তি ট্রাক যাওয়ার সময় ব্রিজটি ভেঙে পরে।
জানা গেছে, কয়লার ট্রাকটি আসিফ ব্রিকস্ ইট ভাটায় কয়লা নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নাই।
স্থানীয় বাসিন্দারা জানায়, ১৯৮২ সালে নির্মিত হয় এই ব্রিজটি। তার পর থেকে এই ব্রিজটি চলছে। বর্তমানে এই ব্রিজটি কয়েকবার সংস্কার করে সড়ক ও জনপদ। ব্রিজটি ঝুঁকি পূর্ণ বিবেচনা করে সাইন বোর্ড সাটিয়ে দেন। যাতে কোনো ভারি যানবাহন চলাচল না করে। সেই নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে ভাটা মালিকরা ওভারলোড কয়লাসহ ১০ - ১২ হাজার ইট ট্রাক দিয়ে পরিবহণ করে আসছিল।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]