কুষ্টিয়ার
মিরপুরে বিজিবি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ০০:২৮
মিরপুরে বিজিবি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।


৮ মার্চ, শনিবার বিকেল ৪.২০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সাতমাইল কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়।


শনিবার রাত ১০টায় প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।


কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল কৃষ্ণপুর মসজিদের পার্শ্বের প্রধান সড়কের উপরে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী শিল্পি পরিবহন (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-২০৯৪) বাসে তল্লাশী অভিযান চালায়।


এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com