
অভাবের সংসার বৃদ্ধ ওমর আলীর (৬৫)। বৃদ্ধ বয়সে ভ্যানের চাকাতেই ঘোরে তার ভাগ্য। তবে যে ভ্যানটি চালিয়ে সংসার চালাতেন, সেটিও খোয়া গেছে। এতে একরকম পথে বসে গেছেন ওমর আলী।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালেও ভ্যান নিয়ে বের হয়েছিল ওমর আলী। দুপুর ১২টার দিকে যাত্রীবেশে দুই চোর চালের কার্ড দেওয়ার কথা বলে কৌশলে তাকে নিয়ে যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে।
পরে সরকারি বালক বিদ্যালয় এলাকায় এলে ভ্যান রেখে একজন ওমর আলীকে স্কুলের ভিতর থেকে ২০০ টাকা দেওয়ার কথা বলে কিছু মালামাল আনতে পাঠায়। এই সুযোগে অপরজন ভ্যান নিয়ে পালিয়ে যায়।
সেখানেই বৃদ্ধ ওমর আলী ভেঙে পড়েন কান্নায়। ওমর আলীর কান্না নাজিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. রাসেল সিকদারের মনে নাড়া দিলে শনিবার (৮ মার্চ) সকালে বৃদ্ধাকে ডেকে নাজিরপুর উপজেলা সদরের বিএনপির একটি অফিসে বসে নিজ উদ্যোগে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এবিষয়ে চেয়ারম্যান রাসেল সিকদার বলেন, আমি জনগণের কল্যাণে কাজ করি, জনগণ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন, আমি জনগণের বিপদে-আপদে, সুখে-দুখে সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ্। ওমর আলীর সংসারে উপর্যানের একমাত্র সম্বল একটি ভ্যান। আমি আমার নিজের তহবিল থেকে ২০ হাজার টাকা দিয়েছি।
বিবার্তা/মশিউর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]