
নাটোরের সিংড়ায় বাগানে গাছ কাটতে গিয়ে গাছ চাপায় শিক্ষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের পুকুর পাড়ে গাছ কাটতে গিয়ে কর্তনকৃত গাছের আঘাতে মাসুদ (৩৪) নামে এক শিক্ষক নিহত হয়।
নিহত মাসুদ আলী বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রাক্তন শিক্ষক ও ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন সে উপজেলার বিয়াশ কারীগর মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মাসুদ'সহ তাঁরা তিন ভাই তাদের বাগানে একটা ইউক্যালিপটাস গাছ কাটতে বাগানে আসে গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি মাটিতে পড়ার আগে প্রায় চার হাত গাছটি উপরে লাফিয়ে উঠে মাসুদের শরীরে সজোরে ধাক্কা দেয়, তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ডাহিয়া ইউপি সদস্য দুলাল হোসেন বলেন, এলাকায় সে ভাল ছেলে ছিল তার একটা ভাই ক্যান্সারে মারা যায় এক বছর আগে তার পিতাও মারা যায় সে শিক্ষকতা করে জীবনযাপন করছিল তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]