
পিরোজপুরের নাজিরপুরের সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাতিলাখালী এলাকা হতে ৫ টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
৮ মার্চ, শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুর মালিক মো: মনির খান জানান, তারাবির নামাজ আদায় করে ও বাড়ি ফিরে গোয়াল ঘড়ে গরুগুলো দেখেছি, কিন্তু ভোর রাতে সেহেরী খেতে উঠে দেখি একটি বাছুর উঠানে দৌড়াচ্ছে, আর গোয়ালঘরের তালা ভেঙে গরু গুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। আমার ভাই ও আমার মোট ৫ টি গরু নিয়ে গেছে এর মধ্যে ৩ টি গর্ভবতী গাভি ও ২ টি বকনা বাছুর নিয়ে গেছে যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মশিউর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]