গর্ভবতী তরুণীকে ৩ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২৩:০৫
গর্ভবতী তরুণীকে ৩ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে ২৩ বছর বয়সী গর্ভবতী এক তরুণীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মাধবদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৮ মার্চ) বিকেলে মাধবদী থানা পুলিশ ইকবাল নামে একজনকে আটক করেছে।


অন্যদিকে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গাবতলী এলাকার তারতীকুল কুরান মাদরাসার দারোয়ানকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় গাবতলী এলাকায় এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই দারোয়ানকে গণধোলাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে। মাগুরার পর নরসিংদীতে এমন ঘটনা জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত ওই তরুণীকে পাঁচদোনার একটি ভবনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। পরে নরসিংদীর পাচদোনায় অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার বাসিন্দা।


নরসিংদী মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনানুগ প্রক্রিয়া চলমান।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com