রাণীনগরে
আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৪
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৮:০৯
আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৪
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন আওয়ামী লীগ ও একজন সেচ্ছাসেবক লীগ নেতা এবং মাদক মামলায় দুইজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।


৭ মার্চ, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতার চারজন হলেন,উপজেলার নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। একডালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮), ঘোষগ্রামের আক্কাস আলীর ছেলে। গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমরান হোসেন মুকুল (৪৬), চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) ও পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫)।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা ভাংচুর,লুটপাট ,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৪ আগস্ট মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে ময়নুল ইসলাম ও কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ময়নুল ইসলাম ও এমরান হোসেন মুকুলকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া মাদক মামলার পলাতক আসামি মাসুম হোসেন ও রায়হান আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com