দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে চেম্বারের মতবিনিময়
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:২৯
দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে চেম্বারের মতবিনিময়
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জেলা সদরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।


শনিবার (৮ মার্চ) দুপুরে চেম্বারের সভাকক্ষে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সভা করা হয়।


সভায় পবিত্র রমজান মাস ও ঈদকে ঘিরে নরসিংদীর বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারগণ সময়োপযোগী মতামত ব্যক্ত করেন।


এসময় বাজারে সয়াবিন তেল সংকট নিরসনের দাবি, মোবাইল কোর্টে জরিমানা ও পলিথিন জব্দ না করে বিকল্প ব্যবস্থা করে পলিথিন উৎপাদন বন্ধ করা, সড়ক মহাসড়কসহ শহরের যানজট নিরসন, বাজারগুলোতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিসহ দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য সকল মহলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।


সভায় বক্তব্যে দেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি নান্নু আলী খান, ভেলানগর বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মো. রায়হান, ইনডেক্স প্লাজা পরিচালনা কমিটির সভাপতি নাসির আহমেদ, বটতলা বাজার কমিটির সভাপতি বাবু চৌধুরী, শালিধা বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, রায়পুরা বহুমুখী সমবায় সমিতির পরিচালক শরীফ আহমেদ, পাঁচদোনা বাজার বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com