
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর খটখটি পাড়ায় অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাঁড়ারার জয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ (৩০), একই এলাকার বন্দের আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার দুলালের ছেলে রিংকু (২৮)। এদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু উত্তোলন কাজে ব্যবহৃত এস্কাভেটর চালক এবং রিংকু বালু বহনকারী গাড়িচালক।
অভিযানে নেতৃত্ব দেয়া মো. মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]