টাঙ্গাইলে পিটিআই কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২২:৩৮
টাঙ্গাইলে পিটিআই কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রকল্প পরিচালক ও উপপরিচালক মোল্যা শহীদুজ্জামানকে লাঞ্চিত করার প্রতিবাদে সারা বাংলাদেশ ৬৭ টি পিটিআইয়ের ন্যায় টাঙ্গাইল পিটিআই কর্তৃক কর্মবিরতি ও মানববন্ধনের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২ ঘটিকায় টাঙ্গাইল পিটিআইয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পিটিআইয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।


মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে করে কেউ ভবিষ্যতে এমন ঘৃণ্য কাজ করার সাহস না করে।


উল্লেখ্য গত ৪ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মরত আবু ফাতেহ মুহাম্মদ জাহিদ ইকবাল ও রফিকুল ইসলাম রুমি কর্তৃক অন্যায়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রকল্প পরিচালক ও উপপরিচালক মোল্যা শহীদুজ্জামানকে আক্রমণ করে এতে তিনি গুরুতর আহত হন।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com