
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যার মামলায় ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে ধামরাই এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মামলার আসামি ইয়াছিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াসিন (৩৬) আশুলিয়ার গাজীরচট মুন্সিপাড়া এলাকার শহিদ মীরের ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]