
দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং নারী-শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিবচর পৌর এলাকার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নেন।
ব্যানার, প্লেকার্ড হাতে দেশব্যাপী এমন ঘটনার প্রতিবাদ জানান তারা। এ সময় ধর্ষণসহ প্রত্যেকটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ মিছিলটি সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বর এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দেশব্যাপী খুন, ছিনতাই বন্ধে ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি নারী শিশুসহ সাধারণ জনগণের নিরাপত্তার দাবিও জানান বক্তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]