
সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ডাকাতদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর।
পুলিশ জানায়, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি টস লাইট, ১টি রামদা, ১টি দা, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, একটি কাটের লাঠি, ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয় । এসময় তিন ডাকাত পালিয়ে যায়।
আটককৃত ৫ ডাকাত হলো- খায়ের হোসেন, কবির হোসেন, ইমরান আলী, সুমন মিয়া, ও সাইফুল ইসলাম। আটক ডাকাতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দুর্ধর্ষ এই আন্ত ঃ জেলা ডাকাত দলকে আটক করা এলাকায় স্বস্তি নেমে এসেছে।
সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের চেষ্টা
চালাচ্ছে পুলিশ।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]