
রাজবাড়ীর গোয়ালন্দে মারপিট জখম ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় মো. লিপু মন্ডল নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ইউপি সদস্য মো. লিপু মন্ডল উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার। মামলার বাদী একই এলাকার শিরিন আক্তার।
স্থানীয় সূত্র জানায়,ফসলি জমি নষ্ট করে ও বাড়ির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দিলে বাঁধে বিপত্তি।এতে পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসন কাজটি সাময়িক সময়ের জন্য স্থগিত করে রাখে। দুই পক্ষে সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে কাজ করার নির্দেশ দেন কর্তৃপক্ষ।তবে স্থানীয় ইউ,পি সদস্য জোর করে রাস্তা নির্মাণ করার চেষ্টা করায় দুই পক্ষে মারামারি সৃষ্টি হয়। এ সময় ইউপি সদস্য লিপু মন্ডল সহ আরো কয়েকজন দেশি-বিদেশি অস্ত্র দিয়ে মামলার বাদী শীরিন আক্তারের উপর হামলা চালায়। হামলাকারীরা বাদীর পরিবারে কয়েকজনকে মারাত্মক জখম করে। সেই সাথে বাদী ও বাদীর ননদকে শ্লীলতাহানী হানি করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,মারামারি হতাহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।অন্যদের চিকিৎসা দেওয়া ব্যবস্থা করা হয়।পাশাপাশি দোষীদের শনাক্ত করে। এই মামলায় একজন কে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতার কারার জন্য পুলিশ কাজ করছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]