পাবনায় ফুল বাগান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮
পাবনায় ফুল বাগান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা সদর উপজেলায় অবকাশ নামক বাসভবন সামনের ফুলের বাগান থেকে ৩টি পরিত্যক্ত পাইপগান ও ৩ রাউন গুলি উদ্ধার করে পাবনা ডিবি পুলিশ।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সভার ১৩ নং ওয়ার্ড এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা চক ছাতিয়ানী মসজিদের সামনে অবকাশ নামক বাসভবনের সামনের বাগান থেকে তিনটি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি। কে বা কারা রেখে গেছে এ বিষয়ে এখনো জানা যায়নি তবে রাস্তার দুপাশে সিসি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’


এ সময় উপস্থিত থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসান বাসির, এসআই বেনু রায়।


বিবার্তা/পলাশ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com