মসজিদের সিঁড়িতে বাবাকে গুলি, ছেলে কারাগারে
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫
মসজিদের সিঁড়িতে বাবাকে গুলি, ছেলে কারাগারে
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।


মুমূর্ষু আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ব্যবসায়ী বাবু।


জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।


জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠান।


মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ৭০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজেই পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে। তার বোনের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।


মো. ওসমান গনি বাবু ওই এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন। ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। সেই মামলায় ব্যবসায়ীর ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।


সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসা করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা
স্বীকার করে। পরে তাকে আদালতে প্রেরণ করলে আদালত ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানো হয়।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com