পাবিপ্রবিতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪০
পাবিপ্রবিতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা
হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে প্রভাতফেরি বের হয়।


শোক র‌্যালি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।


আরও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগ, দপ্তর, হলসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


শ্রদ্ধাঞ্জলি শেষে কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান প্রথমেই ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করেন।


তিনি বলেন, ‘১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদার দাবিতে ভাষা আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। ৫২ থেকে ৭১ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশ আমরা
পেয়েছি। ভাষার জন্য প্রাণ দিয়েছে, এমন ইতিহাস বাংলাদেশের মতো পৃথিবীর আর কোথাও পাওয়া যাবেনা। তিনি সব স্তরে বাংলা ভাষার প্রচলন, নিজস্ব সংস্কৃতি তুলে ধরা এবং নিজস্ব ঐতিহ্য প্রতিষ্ঠার কথা বলেন। শুধু মাত্র ফুল দিয়ে ভাষাকে মর্যাদা প্রদান করা যাবেনা, প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার জন্য মনের মধ্যে নিজের দেশ, পতাকা এবং ভাষাকে ধারণ করতে হবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর। বাদ জুম্মা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com