
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ‘থ্রি জিরো ভিশন’ কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘১ম ন্যাশনাল ইকোনমিকস ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই অনুষ্ঠানের সূচনা হয়।
এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পরবর্তীতে ইয়ং ইকোনমিস্ট সোসাইটির সভাপতি সাফায়েত হোসাইন তুষার তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কুইজ কম্পিটিশন, পলিসি কম্পিটিশন, ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন এবং পলিসি ডিবেট শো। প্রতিটি বিভাগে দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
দ্বিতীয় ধাপের অনুষ্ঠান শুরু হয় ইয়ং ইকোনমিস্ট সোসাইটি (ইয়েস) এর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাফির বক্তব্যের মাধ্যমে।
অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দীন মজুমদার থ্রি জিরো আইডিয়ার নিট কার্বন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)এর গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনুস বক্তব্য প্রদান করেন। তিনি “থ্রি জিরো ভিশনকে” সামনে রেখে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, থ্রি জিরো বাস্তবায়ন করার জন্য নিউ ইকোনমিক এবং পলিটিক্যাল অর্ডার বাস্তবায়ন করতে হবে।
অর্থনীতি বিভাগের শিক্ষক কাজী মেজবাহ উদ্দিন আহমেদ এর পরিচালনায় প্যানেল ডিসকাশনে প্যানেলিস্ট উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইউনুস, ড. মুহাম্মদ আবুল হোসেন, ড. আমিরুল ইসলাম, ড. মুহাম্মদ আলাউদ্দিন মজুমদার ড. মুহাম্মদ তসলিম উদ্দিন, ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ মাজেদুল হক। অতিথিরা থ্রি জিরো নিয়ে মতবিনিময় করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এই পর্বের সমাপ্তি হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার, আঘা আজিজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক (CUEESA), এ.কে. খান কোম্পানি লি. এর সাবেক চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান এবং ইকন-৩ এর সম্পাদক ও (ইয়েস) এর যুগ্ম-সম্পাদক মো. আনোয়ার হোসেন তাদের বক্তব্য রাখেন।
প্রতিযোগিতার বিজয়ীদের ঘোষণা এবং পুরস্কার প্রদান করা হয়।পলিসি কম্পিটিশন এ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে টিম ইক্যুইটি, ইকন নাইট,পলিসি মেইকার। ওয়াল ম্যাগাজিন কম্পিটিশন এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে টিম ইকোনোমেটস, ব্রেইন ইন জারস, গার্গানটুয়া। তাছাড়াও কুইজ,পলিসি ডিবেট আর্টিকেল রাইটিং এর ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ১২জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বিবার্তা/মহসিন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]