
বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় বিশমাইল- জিরাবো সড়কের আমতলা এলাকা অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আমতলা এলাকার ছেইন অ্যাপারেলস লিমিটেডের কারখানার প্রায় তিন হাজার শ্রমিক রাস্তা অবরোধ করে রাখে।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতনের দাবিতে দুপুর দুইটা থেকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তারা জানান ,বকেয়া বেতন না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। বাড়ি ভাড়া ও দোকান ভাড়ার টাকা সময় মত দিতে না পারায় বাড়িওয়ালারা তাদেরকে রুম ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। বকেয়া বেতন না পর্যন্ত তারা সড়কটিতে অবরোধে থাকবেন বলে জানিয়েছেন তারা।
এর আগেও গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে সড়কটি অবরোধ করে রাখেন শ্রমিকরা।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]