
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ফরিদপুর শহরের বাইতুল আমান রেল লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা যায়, রাজবাড়ী থেকে আসা একটি ট্রেন ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিল, এ সময় এক যুবক রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, নিহত যুবকের দুর্ঘটনা দেখতে গিয়ে চলন্ত ট্রেনের দরজা থেকে পা পিছলে পড়ে যান আফিফ আল আবির নামের এক যুবক। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]