সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২
সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুরের বাসিন্দা বাবুল হোসেন ও তার স্ত্রী শারমিন বেগম।


মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস জানান, মানিকগঞ্জগামী মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ওই দম্পতি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।


এ ঘটনায় চালককে আটকসহ ট্রাকটি জব্দের চেষ্টা চলছে। নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/বাশার/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com