
রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম (৬০) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় জেলে ছিলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম ।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
হাজতী আলেয়া বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি মাদক মামলার আসামি হয়ে জেল খাটছিলেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ আলেয়ার বুকে ব্যথা উঠলে জেল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ রাজবাড়ীর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]