
সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’র দ্বিতীয় দিন গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ ৫ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রবিবার দিবাগত রাতে গাজীপুর জেলার ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেফতারকরা হয়েছে। এরমধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুদিনে ১৮২ জনকে গ্রেফতার করা হলো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]