
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোনোমতেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ ‘টপ সয়েল’ বিক্রি। পরিবেশ আইন অমান্য করে ১৬ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মাটিখেকোরা। এ নিয়ে গত ২৩ জানুয়ারি একাধিক পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও এই মাটি কাটার ব্যাপারে গত ২৭ জানুয়ারি স্থানীয় প্রশাসনকে আবারও মুঠোফোনে জানানো হয়েছে। কিন্তু জানার পরও রহস্যজনক কারণে পালন করা হচ্ছে নীরবতা, যেন দেখার কেউ নেই।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আবারও সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাতল বিলে ভেকু দিয়ে মাটি কেটে ড্রাম্প ট্রাকে করে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন উপজেলার ইটভাটায় পাঠানো হচ্ছে। ফলে কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য।
অভিযোগ রয়েছে, একদল অসাধু ব্যবসায়ী কৃষকদেরকে নানা প্রলোভন দেখিয়ে এসব মাটি কিনে পাচার করছে ইটভাটা এবং জমি ভরাটসহ বিভিন্ন স্থানে। যদিও প্রশাসন বলছে, জমির উপরিভাগের মাটি কাটা অবৈধ।
এদিকে ঢাকা সিলেট মহাসড়কে খোলা ট্রাকে মাটি বহন করে চলাচল করলেও হাইওয়ে পুলিশকে মৌখিক ভাবে জানানো হলেও উনারা রহস্যজনক কারণে পালন করছে নীরবতা।এই ড্রাম ট্রাক থেকে মাটি সড়কে পরে পিচ্ছিল হওয়ার কারণে দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]