
চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘চট্টগ্রাম সমিতি পদক-২০২৫’ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং ডেভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ফয়েজ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ফয়েজসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
ডেভ কেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অধ্যাপক ফয়েজ চিকিৎসা গবেষণা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এ সম্মাননা অর্জন করেছেন।
চিকিৎসা গবেষণায় অধ্যাপক ডা. এম এ ফয়েজ বাংলাদেশের একজন খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ, গবেষক ও প্রশাসক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে এফসিপিএস (ADIN) সম্পন্ন করেন। এছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ক্যাসল থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৭৮ সালে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগে চিকিৎসক হিসেবে যোগদান করেন এবং ইন-সার্ভিস ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্নেক বাইট, ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি, নিপাহ ভাইরাসসহ সংক্রামক রোগের গবেষণায় বিশেষ অবদান রেখেছেন।
২০০৮-২০০৯ মেয়াদে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাপ্তি গ্লোবাল ম্যালেরিয়া রিসোর্স ‘ম্যালেরিয়া নেক্সাস’-এ প্রকাশিত তার একটি গবেষণা প্রবন্ধ, যা ২০১৪ সালে বিশ্বের শীর্ষ দশটি গবেষণাপত্রের মধ্যে প্রথম স্থান অর্জন করে।
এছাড়াও তার নেতৃত্বে পরিচালিত Malaria Research Group-এর একটি গবেষণা ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয় এবং ২০১০ সালের সেরা বৈজ্ঞানিক গবেষণাপত্র হিসেবে স্বীকৃতি পায়।
অধ্যাপক এম এ ফয়েজের এই অসামান্য অবদান তাকে দেশের চিকিৎসা ও গবেষণা ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিবার্তা/জাহেদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]