
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের সময় চারজন যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আহত আলম শেখ কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যাক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত আলম শেখ ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে এবং বর্তমানে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।
আটককৃতরা হলো, ঠাকুরগায়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)।
জানা গেছে, ইটভাটার শ্রমিক ফরহাদ মন্ডলের স্ত্রীর সঙ্গে মোবাইলে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাংস ব্যবসায়ী আলমের। তারই জের ধরে মঙ্গলবার স্ত্রীর মাধ্যমে প্রলোভন দেখিয়ে আলমকে বালিয়াকান্দির ভীমনগর গ্রামে ডেকে আনেন ফরহাদ।
রাত ৮টার দিকে ফরহাদসহ চারজন আলমকে ওই গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর তাকে শারীরিক নির্যাতন করে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে হত্যার চেষ্টা করেন। এ সময় আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং চার যুবককে ধরে গণপিটুনি দেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত চার যুবককে আটক করে থানায় আনা হয়। একইসঙ্গে নির্যাতনে আহত আলমকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]