যৌনপল্লির সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫
যৌনপল্লির সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বৃহত্তম যৌনপল্লি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সারে ১০টা থেকে বিকেল পর্যন্ত যৌনপল্লির পাশে অবস্থিত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির পক্ষ থেকে এ ক্যাম্পের আয়োজন করা হয়।


মুক্তি মহিলা সমিতির আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দ, তেরে দেস হোমস টিডিএইচ ও বি৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুরের সহযোগিতায় কমিউনিটির ময়না গ্রুপ এর উদ্যোগে শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় দৌলতদিয়া যৌনপল্লির ১০০ জন সুবিধা বঞ্চিত নারী ও ১০০ জন শিশুকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়।


ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন গোয়ালন্দ উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল, সহকারী ডেন্টাল সার্জন গোয়ালন্দ নুর আলম সজল, নার্সিং সুপার ভাইজার মৃদলা বিশ্বাস প্রমুখ।


মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সিও বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার ফরিদপুর এর মো. আমিনুল ইসলাম বাবু, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান রহমান মন্জু, দেরে দাস হোমস ফিল্ড মোবিলাইজার মো. আব্দর রশিদ, দেরে দাস হোমস ফিল্ড মোবিলাইজার ছালমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com