
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের গাজীর মোড় সিনিয়ার একাদশের আয়োজনে মানিক বেকারী পার্শ্বে মাঠে সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপাতি মো. ফেরদৌস রহমান।
উদ্বোধনে ম্যাচ গাজীর মোড় পার্টনার একাদশ বনাম বড় ডাঙ্গাপাড়া শাপলা ক্লাব একাদশ অংশ গ্রহণ করে।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, হাকিমপুর হিলি একটি সীমান্তবর্তী শহর। তাই এখানে মাদকের ভয়াবহতা একটু বেশি। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে ফিরে আনতে প্রতিবছর ন্যায় এই বছরেও ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। এই খেলার উৎসাহ থেকে তরুণ প্রজন্ম আগামি দিন খেলার প্রতি আগ্রহ বাড়বে এমন টায় আশা করছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সংগঠনিক সম্পাদক হযরত আলী সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
মরহুম সিজার স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট মোট ১৬ টি দল অংশগ্রহণ করবেন।
বিবার্তা/রববানী/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]