ঘোড়াঘাটে সাবেক আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩০
ঘোড়াঘাটে সাবেক আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার শান্তি পূর্ণ সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১ টার দিকে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ফয়সাল আলী প্রধান (৪০) উপজেলার ২নং পালশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।


বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতার আসামিকে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।


জানা গেছে, গত ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।


পরবর্তীতে এ ঘটনায় গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।


বিবার্তা/রব্বানী/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com