আদালতের নির্দেশে
ছাত্র আন্দোলনে নিহত সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ২২:০১
ছাত্র আন্দোলনে নিহত সুমনের মরদেহ কবর থেকে উত্তোলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সুমন ইসলাম (২১) মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। নিহত সুমন ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর বকশগিঞ্জ গ্রামের আব্দুল হামিদের ছেলে।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রায় ছয় মাস পর উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর, বকশীগঞ্জ করবস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, বোদা থানার অফিসার ইনচার্জ মো: আজিম উদ্দিন ও পরিবারের লোকজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


মরদেহটি উত্তলনের পর ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


নিহতের বড় বোন মনিজা বেগম বলেন, গত ৫ আগস্ট সাভারে আশুলিয়া ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রসীদের ছোড়া গুলিতে আমার ছোট ভাই সুমন ইসলাম গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ আগস্ট মৃত্যু বরন করেন। মৃত্যুর ঘটনায় গত ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সুমন ইসলামের মাতা কাজলী বেগম। মামলা নং ০৮ তারিখ ০৫/০৯/২০২৪ ইং। সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ জানান, গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে ছাত্র বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এসময় গুলিবিদ্ধ হলে চিকিৎসাধনি অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করা হয়।


বোদা থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন সুমন ইসলামের মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সুষ্ঠ তদন্তের জন্য মরদেহটি উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পুনরায় একই স্থানে দাফন করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com