
বসত ঘরে জ্বলছে আগুন, চার দেওয়ালের মাঝে আটকা পড়েছে এক কিশোর। আটকা পড়া কিশোরকে উদ্ধার করতে হাতুড়ি, কুড়ালসহ বিভিন্ন ভারী বস্তু দিয়ে ঘরের দেওয়ালে আঘাত করছে কয়েকজন যুবক।কয়েক মিনিটের প্রচেষ্টার পর দগ্ধ ওই কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয় যুবকেরা।
এমন ঘটনা ঘটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে ৪ টায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নিলু শেখের পাড়ার ইউসুফ আলী বেপারীর বসতবাড়িতে। এতে চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত ও এক স্কুলছাত্রসহ তিনজন দগ্ধ হয়।
আগুনে ওই বাড়ির ভাড়াটিয়া ফরিদপুর মধুখালীর নিমাই সরকারের ছেলে নিতুন সরকার (১৪), জাহিদুল ইসলামের স্ত্রী সোমা (৪০) ও অজ্ঞাতপরিচয় একজনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে নিতুন সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ বাড়ি ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় ঘরের মধ্যে আটকা পড়ে দশম শ্রেণির ছাত্র নিতুন সরকার। কয়েকজন যুবক হাতুড়ি, কুড়ালসহ বিভিন্ন ভারী বস্তু দিয়ে ঘরের দেওয়াল ভেঙে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে তিনজন গুরুতর আহত এবং চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]