'চাষিদের কাছে সরাসরি চা পাতা কিনবে চা বোর্ড'
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ২২:২৩
'চাষিদের কাছে সরাসরি চা পাতা কিনবে  চা বোর্ড'
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমতলের চা শিল্পের দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে আগামী বছর পঞ্চগড়ে চা বোর্ডের পক্ষ থেকে কয়েকটি চা পাতা ক্রয় কেন্দ্র স্থাপন করে বাগানে গিয়ে চাষীদের কাছে সরাসরি চা পাতা কিনবে চা বোর্ড। পরে সেই চা কারখানায় সরবরাহ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চাষ শিল্পের উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।


এসময় তিনি বলেন, সমতলের অর্ধেক চা নিলাম বাজারে যায় না। অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। চা গুলো তো কোন না কোনভাবে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সেগুলো তো আর বিমানে যায় না কিংবা ওহী নাযিল হয় না। সেগুলো তো কুরিয়ারের মাধ্যেমে ট্রাকে করেই যায়। একইসাথে যে যে কারখানা অবৈধ প্রক্রিয়ায় চা কেনাবেচায় জড়িত থাকবে সেই কারখানাও বন্ধ করে দেয়া হবে। কোন কারখানার চা আটক হলে ওই কারখানা বন্ধ করে দেয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড। একই সাথে অন্যদিকে চা শিল্পের উন্নয়নে টি টেস্টের ক্ষেত্রে ব্লাইন্ড টি টেস্ট সিস্টেম চালুর পরিকল্পনা করছি আমরা। চা শিল্পের উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিসময় সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় চা বোর্ডের সদস্য ড. পীযূষ দত্ত,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের ২৯ বীর ব্যাটালিয়নের অধিনায়ক ইউসুফ চৌধুরী, চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি ওনার্স এন্ড টি ট্রেডার্স এসোসিয়েশনের প্রতিনিধি, বিডার, বায়ার, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি সহ চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com