
কুড়িগ্রামের চিলমারীতে ৩শ পিস ইয়াবা ও ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ শামীম হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার রমনাঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার শামীম হোসেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দান গ্রামের আশরাফ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব।
তিনি বলেন, মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, রমনাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার থেকে ৩শ পিচ ইয়াবা ও ৫ কেজি ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, শামীম রমনা ঘাট দিয়ে চররাজিবপুর উপজেলার যেত।
বিবার্তা/রাফি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]