
দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে সোহেল রানা (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
নিহত সোহেল রানা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে উত্তরা ইপিজেড এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিহত সোহেল রানা। এসময় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারে একটি ইজিবাইককে ওভারটেক করে সামনে থাকা আরেকটির সাথে সংঘর্ষ ঘটে মোটরসাইকেলের। এসময় ঘটনাস্থলেই প্রাণ যায় সোহেলের।
খানসামা থানা অফিসার ইনচার্জ মোঃ নজমূল হক বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি ইতিমধ্যেই অবগত হয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]