
রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
২৭ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলার মুন্ডুমালা পৌরসভা এলাকার দেবীপুরে এই দূর্ঘটনা ঘটে।
একটি খড় বোঝাই অটোভ্যানকে ওভারটেক করার সময় দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম।
তিনি জানান, দুই মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা জাহিদ আলম (৪৫) ও পলাশ (২৬)। তারা দুইজন একই মোটরসাইকেল ছিল। জাহিদ মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। নিহতদের দুজনের বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায়।
এ ঘটনায় গুরুতর আহত ভূপেন (২৬), রিয়াজকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]