
টাঙ্গাইলের ঘাটাইলে কামালপুর নামক স্থানে রিজার্ভ ফরেস্টের ভিতর অবৈধভাবে গড়ে ওঠা দুই সীসা কারখানায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
২৭ জানুয়ারি, সোমবার দুপুরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্ক ফোর্সের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, উপজেলার কামালপুর নামকস্থানে স্থানীয় বিএনপির নেতাদের সহযোগিতা উত্তরবঙ্গের রাব্বি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দুইটি সীসা কারখানা পরিচালনা করে আসছেন। এমন খবরে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক অভিযান পরিচালনা করে এ দুটি কারখানা গুড়িয়ে দেন।
এ সময় ঘাটাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন ইসলাম,সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারী,ধলাপাড়া ধলাপাড়া সদর বিট অফিসার আব্দুস কদ্দুছসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]