নরসিংদীতে
শবে মেরাজে সরকারি ছুটি ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৪৪
শবে মেরাজে সরকারি ছুটি ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে ধর্মীয় সংগঠন বিশ্ব সুন্নি আন্দোলন নরসিংদী জেলা শাখা।


সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নরসিংদী কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


সুন্নি আন্দোলনের নেতারা বলেন, পবিত্র শবে মেরাজে প্রিয় নবীকে স্থান-কালের ঊর্ধ্বে পরম নৈকট্যে নিয়ে মহান আল্লাহ তার নূর ও তাজাল্লিতে মিলিত করেন। মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনো বিষয়ের তুলনা চলে না।


বিশ্ব সুন্নি আন্দোলন নরসিংদী জেলার শাখার সাধারণ সম্পাদক কাউসার আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহ আলম শাহরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমূল হাসান জিলানী, সহ সাংগঠিক সম্পাদক মহিউদ্দিন রায়হান, অর্থ সম্পাদক রকিব হাসান প্রমুখ।


মানববন্ধন শেষে ধর্মীয় সংগঠনটির মতাদর্শীরা প্রেস ক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি নরসিংদী কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


বিবার্তা/কামরুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com