নড়াইলে মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪১
নড়াইলে মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৭ জানুয়ারি) নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।


জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে। তা আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারগুলো সম্পন্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচন কালীন রোডম্যাপ ঘোষণা করা। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে।


তিনি আরও বলেন, মাওলানা নূরুন্নবী জিহাদী প্রায় ১৪ বছর নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দ্বীন কায়েমে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি। খুব ভালো মানুষ ছিলেন।


এছাড়া জানাজায় অংশ গ্রহণ করেন, অধ্যক্ষ আনোয়ার হোসেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মির্জা আশেক এলাহী, অধ্যাপক মাহফুজুর রহমান, মাওলানা হাদিউজ্জামান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ এলাকার মুসল্লিরা।


নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী শনিবার বিকেলে নিজ বাড়ি সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে ইন্তেকাল করেন।


বিবার্তা/শরিফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com