
নাটোরের গুরুদাসপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কোকো’র ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ওভারব্রীজ সংলগ্ন খামার বাড়িতে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে ওই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন হাসানের সঞ্চালনা ও গুরুদাসপুর উপজেলা যুবদলের অহবায়ক এম সময় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান স্বপন, মোসাদ্দেরুল টুটুল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক ওমর আলী, তথ্য সম্পাদক এস এম রওশন আলম।
অন্যান্যদের মধ্যে উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম আহম্মেদ, উপজেলা যুবদলের সহ সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, আপেল মাহমুদ, এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও পৌর যুবদলসহ অন্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া-মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকো ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে ৫ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]