অভ্যুত্থানের পরও আলোচনায় নেই কৃষকরা: হাসনাত কাইয়ূম
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯
অভ্যুত্থানের পরও আলোচনায় নেই কৃষকরা: হাসনাত কাইয়ূম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন, এই দেশ কৃষকদের দেশ, কৃষিপ্রধান দেশ। এই যে অভ্যুত্থানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছে। তারা সকলেই কৃষকের সন্তান। কিন্তু তারা যে কৃষকদের সন্তান, তাদের লাশ যে কৃষকদের বাড়িতে এসেছে, কিন্তু এই কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না। বাংলাদেশের বর্গ হিসেবে কৃষককে একদম রাজনৈতিক বর্গ হিসেবে অদৃশ্য করা হয়েছে।


রবিবার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের চিলমারীর সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে হাট ও ঘাটে ইজারা প্রথা বাতিল, নদী ভাঙনরোধ, কৃষকের সাথে আলোচনার ভিত্তিতে কৃষি পণ্যের দাম নির্ধারণসহ ১২ দফা দাবিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য যেই দিকে এগিয়ে নেয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও কৃষকদের। তাদের কীভাবে পরিবর্তন হবে? তাদের সমস্যা গুলো কি সেগুলো সমাধান করা। এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলেছি। ঢাকায় সভা সমাবেশ করার চেষ্টা করেছি। তাতে সরকারের সাথে সংশ্লিষ্ট কিছু কিছু উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এইদিকে আকৃষ্ট করতে পারি নাই।


তিনি আরও বলেন, এই দিক থেকে আমরা মনে করেছি দারিদ্রতম, দারিদ্রপীড়িত এই কুড়িগ্রামের কৃষকরা যেভাবে শোষিত, তারা যেভাবে সব সময় ফ্রেমের বাইরে থেকে যাচ্ছে। প্রথমত তাদের রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনতে হবে। এছাড়াও বিভিন্ন অঞ্চলের কৃষকরা ভুক্ততেছে আজকে। এইযে কৃষকরা হাজার হাজার কোটি টাকা লোকশান দিচ্ছে। কৃষকরা ফুলকপি বিক্রি করছেন ২ টা করে আর বাজারে ভোক্তারা কিনছে ৩০ টাকা করে। এতে করে ভোক্তারা একদিকে ঠকছেন আবার অন্যদিকে উৎপাদকেরাও ঠকছেন। এই মধ্যবর্তী সিন্ডিকেট থেকে কৃষকদের মুক্ত করা দরকার, পুরো দেশকে মুক্ত করা দরকার। সেই দাবি থেকে আজকের এই উত্তরবঙ্গের কৃষক সমাবেশ করতে বাধ্য হচ্ছি।


এসময় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহবায়ক নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)র সদস্য রাখাল রাহা, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ।


সমাবেশকে ঘিরে বিভিন্ন স্থান থেকে শতাধিক কৃষকরা এই মহাসমাবেশ যোগ দিয়েছেন।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com