সিংড়ায় মুগ্ধতা ছড়াচ্ছে বিএডিসি অফিসের ফুলের বাগান
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪৩
সিংড়ায় মুগ্ধতা ছড়াচ্ছে বিএডিসি অফিসের ফুলের বাগান
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় বিএডিসি অফিসের ফুলের বাগান মুগ্ধতা ছড়াচ্ছে। অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ও অফিসের সামনে ফুলের বাগান করে থাকেন। তবে সরকারি অফিস-আদালতে সুন্দর ফুলের বাগান সচরাচর চোখে পড়ে না।


এদিকে সিংড়া বিএডিসি অফিসে প্রবেশ করতেই অফিসের সামনে ও দুপাশে চোখে পড়বে ফুলের বাগান। বসন্তের আগমনে বাগানজুড়ে ফুটে রয়েছে হরেক রকম ফুল। বিএডিসি অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে মুগ্ধতা ছড়াচ্ছে এ ফুল বাগান।


সরেজমিনে দেখা যায়, বাগানটিতে রয়েছে সূর্যমুখি, ইংকাগেন্ধা তিন কালার, কসমস, বাগানবিলাস, রজনীগন্ধা, গন্ধরাজ, বেলি, রঙগন, মিনি টগর, বড় টগর, কাটা মেহেদী, ডালিয়া, গাধা, গোলাপসহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ।


বিএডিসি অফিস সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন যোগদানের পর থেকেই ফুল বাগান গড়ে তোলার মাধ্যমে অফিসের সৌন্দর্য বৃদ্ধি করেন। ফুল বাগানের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অবসর সময়ে আমাদের প্রকৌশলী তিনি বাগানের তত্ত্বাবধানে করেন এবং ফুল গাছগুলোকে পরিচর্যায় ব্যস্ত থাকেন। প্রায় সময় কর্মকর্তা-কর্মচারীরা ফুলের বাগানের এ সৌন্দর্য উপভোগ করে থাকেন।


বিএডিসি সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, ফুলের বাগান করতে আমার খুবই ভালো লাগে। অফিসের আঙিনার সামনে ও দুপাশে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপণ করে অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেছি। ফুলের মৌ মৌ গন্ধ সকলের কাছে মুগ্ধতা ছড়াচ্ছে। অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা ফুলের এ সৌন্দর্য উপভোগ করতে পারছে। আমি সময় পেলেই এ ফুল বাগানের পরিচর্যা করে থাকি।


বিবার্তা/রাজু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com