
নওগাঁর রাণীনগরে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আহত খেলোয়ারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে কসবাপাড়া পশ্চিম মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খেলায় গ্রামের বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪-১ গোলে বিবাহিতদলকে পরাজিত করে অবিবাহিত দল।
কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইষ্ট এ্যান্ড ক্লাবের ফুটবলার আবু হাসান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন। অন্যান্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব মোহাম্মদ আলী খাঁনসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গত ১৮ জানুয়ারি উপজেলার গুয়াতা মাঠে মোসারব হোসেন গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং কালীগ্রাম বড়িয়া-কয়াপাড়া মিলন সমিতি অংশগ্রহণ করে। খেলা চলাকালে কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের খেলোয়ার ঢাকা ইষ্ট এ্যান্ড ক্লাবের ফুটবলার আবু হাসান মিন্টু গুরুতর আহত হন।
শনিবার (২৫ জানুয়ারি) আহত মিন্টুর আগমনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব। খেলা শেষে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় এবং আহত খেলোয়ার আবু হাসান মিন্টুকে চিকিৎসার জন্য ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বিবার্তা/সাহাজুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]