
আজও ঘন কুয়াশায় ঢেকে আছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। বেলা বাড়লেও কমেনি কুয়াশার তীব্রতা।
তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলেও ঠান্ডা বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন আরেকটি মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে জেলাবাসী।
ঘন কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দৃষ্টিসীমা কমে এসেছে। এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে ও নিয়ন্ত্রিত গতিসীমা বজায় রেখে চলচল করছে জানবাহন।
তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোটাভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আগামীকাল থেকে ঘন কুয়াশা কমে যাবে। সেইসাথে ২৬ জানুয়ারি থেকে টানা ৩-৪ দিন মৃদু শৈতপ্রবাহ থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা রয়েছে।
২৪ জানুয়ারি, শুক্রবার সকাল ৬ টায় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।
আর সকাল ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও তাপমাত্রা কমেছে বেশ কিছুটা। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ।
বিবার্তা/আসিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]