
নওগাঁর আত্রাইয়ে ধান রোপণকে কেন্দ্র করে মারপিটে আহত কৃষি শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এর আগে গত সোমবার সন্ধ্যায় সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে গুরতর জখম করা হয়। এঘটনায় মঙ্গলবার রাতেই তিন জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে।
আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন, তার স্বামী কৃষি শ্রমিক হিসেবে মাঠে ধান রোপণের কাজ করতেন। একই গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষি শ্রমিক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপণের কাজ করার সময় স্বামী আবু বক্কর সিদ্দিক ভাল করে ধান রোপণ করছেন না এমনটি নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। সোমবার সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শ্যালক ফরিদ উদ্দীন এঘটনার জের ধরে সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মারা যান সিদ্দিক। এঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী বিউটি বিবি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, আবু বক্কর সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে মঙ্গলবার রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বিবার্তা/সাহাজুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]